Thursday, October 31, 2019

সৌদিতে অনুমতি পেলেন নারীদের রেসলিং

https://ift.tt/324o1Ka

প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে  এ রেসলিং অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এ কথা জানিয়েছে।

সৌদিতে ২০১৮ সালে রেসলিংয়ের আয়োজন করা হয়। সে সময় শুধুমাত্র পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হলেও নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে।

রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে শতাধিক ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে।

ক্রাউন প্রিন্সের দায়িত্ব পাওয়ার পর থেকে সৌদিকে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভিশন-২০৩০ হাতে নিয়েছেন মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দেশটির তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে বেশি কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

শুধুমাত্র অর্থনীতির সংস্কার নয় দেশটির নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে সিনেমা হল নির্মাণ, সিনেমা প্রদর্শণসহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। নারীদের অধিকার বৃদ্ধি করা হয়েছে। নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া পর্যটক বাড়াতে প্রথমবারের মতো পর্যটক ভিসা চালু করেছে সৌদি।

ডব্লিউডব্লিউই জানিয়েছে, নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া এবং লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ে সাবেক বক্সিং চ্যাম্পয়িন টাইসন ফারি এবং ব্রাউন স্ট্রোম্যান অংশ নেবেন।

জয়নিউজ/বিআর

The post সৌদিতে অনুমতি পেলেন নারীদের রেসলিং appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pxco1l

মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ৩

https://ift.tt/2prRWPe

রাউজানে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে নয়শত লিটার পাহাড়ি চোলাই মদসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিনাজুরী, ইদিলপুর ও বাগোয়ান ইউনিয়নের ফৌজদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে বিনাজুরী ২নং ওয়ার্ডের অরুন মাস্টারের বাড়ির মাদকব্যবসায়ী বিন্দু বড়ুয়ার মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিন্দু বড়ুয়া ও তার ছেলে ইমন বড়ুয়া পালিয়ে যায়। এসময় পুলিশ তার আস্তানা থেকে দুইশত লিটার পাহাড়ি চোলাইমদসহ বিন্দু বড়ুয়ার স্ত্রী সুমিতা বড়ুয়াকে (৩৫) আটক করে। এব্যাপারে সুমিতা বড়ুয়া ও তার ছেলে ইমন বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এদিকে, পুলিশের অপর একটি দল একইরাতে বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর মাদকব্যবসায়ী সুজন বড়ুয়ার মাদেকের আস্তানায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন বড়ুয়া পালিয়ে যায়। এসময় পুলিশ তার ঘর তল্লাশি করতে চাইলে সুজনের মাতা বিনা বড়ুয়া (৬০) পুলিশকে বাধা দেয়।

পরে পুলিশ ইউপি সদস্য ও স্থানীয়দের ডেকে এনে সুজন বড়ুয়ার ঘর তল্লাশি করে।

এসময় পুলিশ তার ঘর থেকে চারশত লিটার পাহাড়ি চোলাইমদ উদ্ধার করে। পুলিশ সুজন বড়ুয়ার মাতা বীনা বড়ুয়াকে আটক করে।

এব্যাপারে মাদকব্যবসায়ী সুজন বড়ুয়া ও তার মাতা বীনা বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইরাতে বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফৌজদারপাড়া ফকির আহম্মদের বাড়িতে মাদকব্যবসায়ী আনোয়ারের মাদকের আস্তানায় অভিযান চালায়। পুলিশ আনোয়ারের আস্তানা থেকে স্যালাইন ব্যাগভর্তি দুইশত লিটার পাহাড়ি চোলাই মদসহ মাদকব্যবসায়ী আনোয়ারকে (৪২) আটক করে।

 

আনোয়ার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছারের ভাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। আটক তিন মাদকব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জয়নিউজ/শফিউল/বিআর

The post মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r07IS0

ভারতীয় ওষুধসহ আটক ২

https://ift.tt/2pjz5Gl

রামগড়ের আনন্দপাড়ায় ভারত থেকে পাচার হয়ে আসা দেড়লাখ পিস নাইমসুলাইড নিষিদ্ধ সিরাপসহ মো. আরাফাত হোসেন (১৮) ও মো. শহিদুল ইসলাম আরিফ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার (৩০ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল রামগড় বাজারের পাশে আনন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ওষুধসহ তাদের আটক করা হয়। জব্দ ওষুধসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/শ্যামল/বিআর

The post ভারতীয় ওষুধসহ আটক ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pvh9s5

ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে

https://ift.tt/36lE1Ln

আট মুসলিম দেশ নিয়ে গঠিত জোট ডি-৮ (ডেভলপিং-৮) এর দশম সম্মেলন ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোটের মহাসচিব জাফর কু শারি সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডি-৮ এর আগামী সম্মেলন এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ২০২০-২০২১ মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পাবে।’

একই সময়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও উদযাপন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

ডি-৮ এর মহাসচিব জোটের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

তিনি অনুষ্ঠাতব্য সম্মেলনে নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন।

জাফর কু শারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশের জন্য উন্নয়নের একটি মডেল হতে পারে।

এসময় তিনি শেখ হাসিনার কাছে জোটভুক্ত দেশগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চান।

‘জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা দেওয়া হবে বলে তাকে জানান। নতুন পরিকল্পনা প্রণয়নের মধ্যে দিয়ে ডি-৮ কে এগিয়ে নিতে নেওয়ায় মহাসচিবকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

ডি-৮ ভুক্ত আটটি দেশ হলো-বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক। ১৯৯৭ সালে গঠিত এই জোটের সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে।

জয়নিউজ/বিআর

The post ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34f0g3J

সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া আর নেই

https://ift.tt/322HYkK

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া মারা গেছেন। রাশিয়ান বুক অব রেকর্ডস অনুযায়ী তার বয়স ছিল ১২৩ বছর।

বুধবার (৩০ অক্টোবর) দক্ষিণ রাশিয়ার আস্ত্রাখানে মারা যান তিনি।

জানা যায়, ১৮৯৬ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন তানজিলিয়া। জীবনের শেষ পর্যায়ে এসেও বয়সের ভারে নুইয়ে যাননি তিনি।
তার পরিবারের দাবি, ১০০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনদিনই সেভাবে মেডিকেল চেকআপ বা ওষুধপত্রের ধার ধারেননি তিনি।

১২৩ বছর বয়সেও প্রতিদিন নিজের কাজ নিজেই করতেন তানজিলিয়া। তার এ স্বাস্থ্য ও দীর্ঘায়ুর রহস্য কী জানতে চাইলে জানা যায়, এক মুহূর্তও তিনি স্থিরভাবে বসে থাকতেন না। এমনটাই জানালেন তানজিলিয়ার পরিবারের সদস্যরা।

তানজিলিয়ার এক নাতি জানান, তার দাদী সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেন। কেউ তাকে একটানা শুয়ে-বসে থাকতে দেখেনি কখনো। তবে, দীর্ঘায়ু হওয়ার পেছনে জিনগত প্রভাবও কাজ করে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তানজিলিয়া। তারমধ্যে প্রথমটি হলো সবরকম নেশার দ্রব্য থেকে দূরে থাকা।

খাবারের দিক থেকেও কিছুটা খুঁতখুঁতে ছিলেন তিনি। কেবলমাত্র টাটকা, বাড়িতে বানানো খাবারই খেতেন তিনি। তার কর্মজীবনও ছিল বেশ দীর্ঘ। অবসরের বয়স পার হওয়ার পরও বেশ কিছু বছর কাজ করেছেন তিনি। এজন্য বিশেষ স্বীকৃতিও পেয়েছিলেন তানজিলিয়া।

২০১৬ সালে ১২০ বছর বয়সে রাশিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তানজিলিয়ার। বিশ্বের সবচেয়ে বেশি বয়সের জীবিত ব্যক্তির স্বীকৃতি পান তিনি। তবে, সেসব নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস ছিল না তার। চার সন্তান, দশ নাতি-নাতনি এবং তাদের ঘরে আরও ১৩ জন ছেলে-মেয়ে নিয়ে বেশ সুখেই দিন কাটিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নারী।

জয়নিউজ/বিআর

The post সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া আর নেই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qb43R2

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

https://ift.tt/2otShR0

বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তার সম্পদ ক্রোক করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

ফালুর জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- রেজা প্রপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

জানা গেছে, ৩০ অক্টোবর (বুধবার) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পদ ক্রোকের আবেদন করেন আদালতে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন ওই আবেদন মঞ্জুর করায় দুদক ফালুর সম্পদ ক্রোকের উদ্যোগ নেয়।

জয়নিউজ/বিআর

The post ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JyS863

নদীতে ভাসমান অবস্থায় বিএফডিসি কর্মচারীর লাশ উদ্ধার

https://ift.tt/2JyGXKD

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-কেন্দ্রের কর্ম চারী তাপস কান্তি দত্ত (৫০) নামে একজনের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে রাইট ব্যাংক  এলাকার কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে নদীতে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাপসের  মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এই উপ-কেন্দ্রের জুনিয়র রেফ্রিজারেশন অপারেটর তাপস কান্তি দত্ত (৫০) গত ২৭ অক্টোবর ১২ দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এরপর থেকেই নিখোঁজ তাপস নিখোঁজ রয়েছেন। তাপসের কোনো হদিস না পেয়ে ২৯ অক্টোবর তার স্ত্রী শিউলি দত্ত কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জিডির সূত্র ধরে কাপ্তাই প্রজেক্ট পুলিশ বুধবার (৩০ অক্টোবর) তাপসকে খুঁজতে থাকে।  ওইদিন বিকেলে ফাঁড়ির টহল পুলিশ কাপ্তাই প্রজেক্ট ভেতরের হেলিপ্যাড এলাকার পাশের জঙ্গলে তাপসের পরিহিত লুঙ্গি, শার্ট ও একটি নীল রঙের স্যান্ডেল খুঁজে পেয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে  মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

জয়নিউজ/লাভলু/পিডি

 

The post নদীতে ভাসমান অবস্থায় বিএফডিসি কর্মচারীর লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PzRQjw

জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই

https://ift.tt/349osoa

জাপানে ৫শ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে অবস্থিত এ প্রাচীন প্রাসাদটি।

পুরোনো ওই প্রাসাদটিতে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ৫শ বছর আগে রুকিউ রাজবংশের সময়ে কাঠের এই প্রাসাদটি নির্মাণ করা হয়। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রাসাদটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর প্রাসাদটি স্থাপনাটি পুণরায় নির্মাণ করা হয়। এবার নতুনভাবে সংস্করণ করা প্রাসাদটিও আগুনে ধ্বংস হয়ে গেল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর এবং দক্ষিণের কাঠামোও পুড়ে ছাই হয়ে গেছে।

জয়নিউজ/পিডি

 

The post জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2q2DgWR

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

https://ift.tt/2r1pjZR

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা ট্রেনে ছড়িয়ে পড়ে।

রেডিও পাকিস্তান জানায়, লিয়াকাতপুর শহরের কাছে করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।

জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তবে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

 

The post পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oFSiG

৭৩-এ বাকের ভাই

https://ift.tt/2WqGWxO

আসাদুজ্জামান নূর। নাটকে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা তার। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। রাজনীতিতে সরব হয়ে  তবে বিগত এক দশক তিনি অভিনয়ে নিয়মিত নন।

তবে আবারও একটু একটু করে ফিরছেন তিনি। শুধু অভিনয়ে নয়। মঞ্চ, আবৃত্তি- সবখানেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতার। এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। তিনি এখনও কালজয়ী হয়ে আছেন ‘বাকের ভাই’চরিত্রে। আজ তার জন্মদিন। এ বছর তিনি ৭৩ বছর বয়সে পা রাখলেন তিনি।

তার এবারের জন্মদিনটা কাটছে যুক্তরাজ্যে। সাত দিনব্যাপী নাটকের এক উৎসবে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন আসাদুজ্জামান নূর। আগামী ৪ নভেম্বর উৎসব শেষ করে তার ঢাকায় ফেরার কথা। দেশে ফিরেই ব্যস্ত হবেন অভিনয়ে।

আগামী ২৯ নভেম্বর নতুন একটি নাটক নিয়ে মঞ্চে হাজির হবেন এই অভিনেতা। পান্থ শাহরিয়ারের পাণ্ডুলিপি ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়। নাটকের সম্ভাব্য নাম ‘কালো জলের কাব্য’। এই নাটকে আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয় করবেন অপি করিম।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অনেক দিন। ২০০১, ২০০৮, ২০১‎৩, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে নিলফামারী জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রথম জীবনে ছাত্রাবস্থায় তিনি বাম রাজনীতির সাথে জড়ান। ১৯৬২ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে সকল আন্দোলনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।

১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। নীলফামারী বাংলাদেশের উত্তরবঙ্গের ছোট্ট মফস্বল শহর। এই শহরে শৈশব-কৈশোর আর তারুণ্যের প্রথম ভাগ কেটেছে। তার বাবা-মা ছিলেন দুজনই স্কুলশিক্ষক। দুই ভাই আর এক বোনের মধ্যে আসাদুজ্জামান নূর সবার বড়। ১৯৮২ সালে ডা. শাহীন আকতারকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ্ত লন্ডনে একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে দেশে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। মেয়ে সুপ্রভা সেও লেখাপড়া শেষ করেছে।

জয়নিউজ/পিডি

The post ৭৩-এ বাকের ভাই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36jMYou

রূপালি ইলিশে সাজছে ঘাট

https://ift.tt/2NpJPe9

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাতেই বোট নিয়ে জেলেরা চলে যান গভীর সাগরে। সকাল থেকেই টুকরি ভর্তি করে একে একে ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের বোট।

রোদের আলোয় ঝিকমিক করছে রূপালি ইলিশ। অনেকদিন পর এসেছে টাটকা ইলিশ, তাই হেমন্তের কাকডাকা ভোরে ঘাটে ভিড় করেন অনেক রসনাবিলাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা ছবি।

The post রূপালি ইলিশে সাজছে ঘাট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/326zr0l

Wednesday, October 30, 2019

রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু | সিলিন্ডার বিস্ফোরণ...

রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু | সিলিন্ডার বিস্ফোরণ...

হাটহাজারীতে ওরিয়েন্টেশন কর্মশালা

https://ift.tt/32YYaoz

হাটহাজারীতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের (৫ম পর্যায়ে) আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মো. গোলাম ফারুকের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ আহমদ, ধলই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ মিয়া তালুকদার, গড়দুয়ারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ, ছিপাতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আলি আহম্মদ, ড. শহীদুল্লাহ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মো. আবু তালেব, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মনসুর আলী, মোহাম্মদ আলি ও মোহাম্মদ বোরহান উদ্দিন।

জয়নিউজ/তালেব/বিআর

The post হাটহাজারীতে ওরিয়েন্টেশন কর্মশালা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BW4PUu

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

https://ift.tt/2JytUZQ

লোহাগাড়ায় পুকুরে ডুবে আল আমিন (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় এঘটনা ঘটে। আল আমিন একই এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কাউছার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুরে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়নিউজ/পুষ্পেন/বিআর

The post লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZQL2y

ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন!

https://ift.tt/34dir9V

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অজ্ঞাত এক নারীকে ধর্ষণের পর খুন করে ধইল্যা ডাকাতের স্ত্রী পরিচয়ে বেড়িবাঁধেই মাটি চাপা দেওয়া হয়েছে।

২৭ অক্টোবর রাতে মাটি চাপা দিলেও কবরটির উপর লাশের নানা আকৃতি ভেসে উঠেছে। হতভাগ্য নারীর বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জায়গায় হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী আবুল কালাম প্রকাশ ধইল্যা এ নারীকে মাটি চাপা দিতে সবাই দেখেছেন, এমনকি স্ত্রী পরিচয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলামকে দিয়ে নামাজে জানাযাও পড়ানো হয়। ধইল্যা ছনুয়া ৯নং ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাগরে ৩১ জেলে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধে অন্ততঃ ছয়টি মামলা রয়েছে।

ইমাম মাওলানা শামসুল ইসলাম জয়নিউজকে বলেন, ‘নিহত নারীর লাশটি ধইল্যার স্ত্রী পরিচয় দিলে আমি জানাযা পড়াতে রাজি হয়েছি। ওই নারীকে যে খুন করা হয়েছে তা আমি জানি না, সকালে লোকমুখে ঘটনা জানতে পারি।’

ধইল্যা ডাকাতের স্ত্রী রুমা আক্তার জয়নিউজকে বলেন, ‘আমিই ধইল্যার স্ত্রী। যে নারীকে মাটি চাপা দেওয়া হয়েছে তা অজ্ঞাত এক মহিলার। আমাদের সন্তান রয়েছে। কিন্তু আমাদের ধইল্যা দেখাশুনা করে না। স্থানীয় এক জনপ্রতিনিধির কথায় দেশের বিভিন্ন স্থান থেকে মহিলাদের সে নিয়ে আসে ছনুয়ায়। তারপর হিসাব-নিকাশ না মিললে হত্যা করে মাটি চাপা দেয় বলে তার স্ত্রী জানান।

ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের জয়নিউজকে বলেন, ‘আমি লাশ দাফনের ব্যাপারে শুনেছি। তবে বিস্তারিত জানিনা। তিনি বলেন, আমি ব্যবসায়িক কাজে এখন এলাকার বাইরে আছি। তবে ডাকাত ধইল্যা তার ওয়ার্ডের নোয়াপাড়ার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জয়নিউজকে বলেন, ‘ঘটনার ব্যাপারে আমি শুনেছি। এব্যাপারে কেউ আমাকে অবগত করেনি। তিনি জানান, বিষয়টি আমি দেখছি।’

জয়নিউজ/উজ্জ্বল/বিআর

The post ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36dKdF3

বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার

https://ift.tt/2WqlUPE

নগরের সিআরবি রেলওয়ে বক্ষ ব্যাধি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ মো. ইকবাল (৩২) প্রকাশ মামা ইকবাল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ভোলার মো. শাহজাহানের ছেলে।

নগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মামা ইকবালকে একটি দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

The post বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2prRosF

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

https://ift.tt/2NrGsTM

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেওয়ায় দায়ের করা এক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। গিয়াস উদ্দিন বর্তমানে পলাতক আছেন।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত বছরের মে মাসের ২৯ তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি’র এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদি হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jymrd4

বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী

https://ift.tt/36hrFUE

বিদেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।

শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জয়নিউজ/পিডি

The post বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JA8lIe

সাকিবের সর্বনাশ করা কে এই আগরওয়াল?

https://ift.tt/34esVFY

জুয়াড়ির প্রস্তাবের তথ্য না জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার খড়্গ পড়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর। আগরওয়াল নামের এক জুয়াড়ির কারণেই সাকিবের এই সর্বনাশ।

দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম ভারতীয় এই জুয়াড়ি সম্পর্কে দিয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।

আইসিসির কালো তালিকায় অনেক উপরে থাকা এই জুয়াড়ির পুরো নাম ভিক্রম আগরওয়াল। ফিক্সিংয়ের কারণে তিনি বেশ কয়েকবার ভারতে গ্রেফতার হয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের অভিযোগে একাধিকবার কাঠগড়ায় যেতে হয়েছে তাঁকে।

২০১৩ সালের ‍জুনে ফিক্সিংয়ে দায়ে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা বিন্দু দারা সিং ও ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পান। তখন তাঁরা দু’জনই ফিক্সিংয়ের সঙ্গে আগরওয়ালের জড়িত থাকার বিষয়টি জানিয়েছিলেন।

একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগরওয়াল ভারতের চেন্নাইয়ের একজন হোটেল ব্যবসায়ী। চেন্নাই শহরে দুটি হোটেল আছে তাঁর- ১২৯ কক্ষের ব্যবসায়িক হোটেল ফরচুন সিলেক্ট পামস ও পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু। রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই জুয়াড়ি ভিভিএ হোটেল প্রাইভেট লিমিটেডের প্রধান এবং আইটিসি হোটেল গ্রুপের সদস্য।

রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে হোটেল ব্যবসায় যুক্ত হন আগরওয়াল। এরপরই রাতারাতি ভাগ্যবদল। তারপর জড়িয়ে পড়েন জুয়াড়ি চক্রে। তিনি ‘ভিক্টোর’ পরিচয়েও বিভিন্ন খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন।

এদিকে সাকিবের এক পরিচিত ব্যক্তিই আগরওয়ালকে সাকিবের নাম্বারটি দেন। এরপরেই হোয়াটসঅ্যাপে সাকিবের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন আগরওয়াল।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) তদন্ত রিপোর্টে বলা হয়েছে, তিনবার সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন আগরওয়াল। তবে সব প্রস্তাবই সাকিব প্রত্যাখ্যান করেছিলেন- এমন তথ্যও আছে আকসুর কাছে।

জয়নিউজ

The post সাকিবের সর্বনাশ করা কে এই আগরওয়াল? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36dga0d

স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন

https://ift.tt/2BXZZWA

ভারতের মনিপুরের রাজা লেইশেমবা সানাজাওবার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বাধীনতার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত থেকে আলাদা হওয়ার সংগ্রাম করে আসছে মনিপুর রাজ্য।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে মনিপুরের মহারাজার পক্ষ থেকে মনিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন এবং মনিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমরজিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

মনিপুর রাজ্যের রাজনৈতিক সমস্যার সমাধানে মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা। ওই দুই মন্ত্রী বলেন, ভারতে দমন-নিপীড়ন থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন বলে নিশ্চিত করেন তারা।

তারা জানিয়েছেন যে, ভারতে থেকে স্বাধীনতার ঘোষণা দিলে তারা হয়তো গ্রেপ্তার হতে পারেন অথবা ভারতের নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করতে পারে।

এক ঘোষণায় তারা বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মনিপুর সরকারের স্বাধীনতা ঘোষণার এটাই সঠিক সময়। আমরা জাতিসংঘের প্রতিটি সার্বভৌম সরকারকে আহ্বান জানাচ্ছি যে, তারা আজ থেকে যেন মনিপুরের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয়। মনিপুরের ৩০ লাখ বাসিন্দা স্বাধীনতার স্বীকৃতি চায় বলেও উল্লেখ করেন তারা।

জয়নিউজ/পিডি

 

The post স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32YwmjP

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

https://ift.tt/2PsS9fF

আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার (আইওএস ১০.৩.৪) আপডেট না করলে বিপদে পড়তে পাড়েন ব্যবহারকারীরা।

সফটওয়্যার আপডেট না করলে আইফোন ৫-এ ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড ব্যবহার করা যাবে না। ওয়েব ব্রাউজিংয়েও সমস্যা হতে পারে।

অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই আইওএস ০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না। চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন।

যদি কেউ ৩ নভেম্বরের মধ্যে আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।

২০১২ সালে বাজারে আসার পর এবারই প্রথম আইফোন ৫ এর সফটওয়্যার আপডেটের অনুরোধ জানাল অ্যাপল।

জয়নিউজ/পিডি

 

The post আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36ftv8l

লেবাননে গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

https://ift.tt/2JxZqqG

গণআন্দোলনের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। ইতোমধ্যেই প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দেশজুড়ে গণবিক্ষোভের প্রধান দাবিই ছিল সাদ হারিরির পদত্যাগ।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, নিম্নমানের জনসেবা এবং বছরের পর বছর ধরে অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রায় ১৩ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। সরকারের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।

রাজধানী বেইরুত থেকে এক টেলিভিশনের ভাষণে হারিরি বলেন, আমরা একটি অচলাবস্থার মধ্যে পড়েছি। আমাদের সাহসিকতার সঙ্গে এই সঙ্কট মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমি আমার সরকারের পদত্যাগের কথা জানাতে প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছি। এটা লেবাননের কয়েক হাজার মানুষের দাবি।

হারিরির পদত্যাগপত্র জমা নেয়ার পর প্রেসিডেন্টর হাতে এখন দু’টি পথ খোলা রয়েছে। হয় তিনি নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন অথবা তিনি হারিরিকে পুণরায় ভেবে দেখার আহ্বান জানাবেন।

প্রায় দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের কারণে লেবানন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক, স্কুল এবং ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

জয়নিউজ/পিডি

The post লেবাননে গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MWL5GG

কারিগরি ত্রুটি: চবির ডি ইউনিটের ফল স্থগিত

https://ift.tt/2osbFxO

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষায় ন্যাশনাল কারিকুলামের ইংরেজী মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্ন ছাপানোয় কারিগরি ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই মাধ্যমের প্রায় ৩০০ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় আগামী ৬ নভেম্বর নেয়া হবে। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা অনুষদের ডিন ও ডি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ন্যাশনাল কারিকুলামের ইংরেজী মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য সরবরাহকৃত প্রশ্নের বাংলা অংশ না ছাপানোয় কিছু পরীক্ষার্থী অভিযোগ করে। তাই পরবর্তীতে কেউ যেন ফলাফলে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য তাদের (ন্যাশনাল কারিকুলাম-ইংরেজী মাধ্যম) পরীক্ষা আবার নিয়ে ফলাফল প্রস্তুত করা হবে। ওই শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০০ জন হবে। এক্ষেত্রে তাদের পুনঃপরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, দুটি শিফটে গত ২৮ অক্টোবর ডি ইউনিটের পরীক্ষায় ৪৪ হাজার ৯৯০ জন অংশ নেন। এর আগে ২০৪টি কোটার আসনসহ ১৩৬৪টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ শিক্ষার্থী আবেদন করেন।

জয়নিউজ/নবাব/পিডি

 

 

The post কারিগরি ত্রুটি: চবির ডি ইউনিটের ফল স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Nmg5yU

Tuesday, October 29, 2019

সব ধরনের ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব

https://ift.tt/36fKVSf

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে এমনটা জানিয়েছেন।

বিস্তারিত আসছে…

The post সব ধরনের ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oUdvs

বান্দরবানে বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট

https://ift.tt/32Vc1fj

বান্দরবান-চট্টগ্রাম রুটে সরকারি পরিবহন বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে হঠাৎ পরিবহণ ধর্মঘট শুরু করেছে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকেরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিয়ম না মেনে বিআরটিসি বাস ছাড়ার খোড়া অজুহাতে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করে।

আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফেরদৌস হায়দার রুশোসহ স্থানীয়দের অভিযোগ, পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের দাম্ভিকতা দেখে মনে হচ্ছে সড়কটি সরকারের নয়, সড়কটি পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের বাপ-দাদাদের। দুই যুগ ধরে বান্দরবানবাসীকে জিম্মি করে রেখেছে সার্ভিস দুটির মুষ্টিমেয় মালিক-শ্রমিকেরা।

বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীসেবার মানোন্নয়নে উন্নত পরিবহণ সার্ভিস চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের অনীহার কারণে পর্যটনের সম্ভাবনাময় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রুটে উন্নত বাস সার্ভিস চালু করা যাচ্ছেনা।

বান্দরবানবাসীর দাবির মুখে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রচেষ্টায় বান্দরবান-চট্টগ্রাম রুটে ২৭ অক্টোবর থেকে সরকারি পরিবহণ সার্ভিস বিআরটিসি চালু হয়েছে। যাত্রীরা বিআরটিসি বাসে চলাফেলা করায় সার্ভিসটি বন্ধে ষড়যন্ত্র চালাচ্ছে একটি চক্র। বাস ছাড়ার নিয়ম না মানার খোড়া অজুহাতে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে সাময়িকভাবে ভোগান্তিতে পড়লেও যাত্রীরা পূরবী-পূর্বাণী বাস সার্ভিস অনিদিষ্টকালের জন্য বন্ধের দাবি জানিয়েছে।

এদিকে বিআরটিসি সার্ভিসের বান্দরবান জেলার সমন্বয়কারী চিংথোয়াই মারমা জয়নিউজকে বলেন, ত্রুটিজনিত কারণে কিছুটা বিলম্বে বিআরটিসি বাস ছাড়া হয়েছে। এতে যাত্রীদের কোনো অভিযোগ নেই। তবে যাত্রী কমে যাওয়ায় খোড়া অজুহাতে পূরবী-পূর্বানী বাস মালিক-শ্রমিকরা বাস স্টেশন এলাকায় তাদের গাড়ি আটকে দেয়।

বিষয়টি সমাধানে পরিবহণ শ্রমিক এক্য পরিষদ কার্যালয়ে পরিবহণ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। তাৎক্ষনিক পরিস্থিতি মোকাবেলায় বাসস্ট্যান্ডে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে বান্দরবান ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মামুন জয়নিউজকে বলেন, বান্দরবানে পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা হবে।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর বান্দরবান-চট্টগ্রাম সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। কিন্তু যাত্রী কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে বান্দরবানবাসীকে জিম্মি করে রাখা পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। নানা কৌশলে সরকারি পরিবহন সার্ভিস বিআরটিসি বন্ধের প্রচেষ্ঠা চালাচ্ছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর

The post বান্দরবানে বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32YqM11

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি

https://ift.tt/2MY21wy
বাংলাদেশ-ভারত ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেট একের পর এক নেতিবাচক সংবাদে বিপর্যস্ত। ক্রিকেটারদের আন্দোলন, ধর্মঘটের পর এবার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরপর এলো আইসিসি থেকে সাকিবের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর। এরমধ্যে আরেক খবরে শঙ্কার কালো মেঘ বাংলাদেশের ক্রিকেটাকাশে।

আসন্ন ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ওপর হামলার হুমকির খবর পেয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

হামলার হুমকির কারণে তারা ভারতীয় ক্রিকেট দলের ওপর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। ভারতীয় ক্রিকেট দলের ওপর, বিশেষ করে বিরাট কোহলির ওপর হামলার হুমকি সম্বলিত একটি চিঠি পেয়েছে এনআইএ।

আগামী ৩০ অক্টোবরই ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত রওয়ানা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম) টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত সিরিজের।

দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকির তালিকা করা হয়েছে। যেখানে রয়েছেন প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির অন্যতম শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্ট জেপি নদ্দা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগভগ।

কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন তাদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয় সে চিঠিতে। দিল্লি পুলিশ ওই চিঠিটির একটি কপি পাঠিয়েছে বিসিসিআইয়ের দপ্তরে।

দিল্লি পুলিশ আরো জানায়, এ চিঠি ভুয়াও হতে পারে; কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রামে রয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এর আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল। তবে সেটির সত্যতা মেলেনি।

জয়নিউজ/এসআই

The post বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36c8YS6

রাবার বাগানে অপহরণ আতঙ্কে শ্রমিকরা

https://ift.tt/2Jupxz5

রামুর রাবার বাগানের শ্রমিকরা অপহরণ আতঙ্কে বাগানে যাচ্ছে না। এতে রাবার কষ আহরণ কমে গেছে, ব্যাহত হচ্ছে রাবার উৎপাদন।

মাদকসেবী, ডাকাত ও অপহরণকারীরা গোপনস্থান হিসেবে ব্যবহার করছে রামুর রাবার বাগানকে। প্রায় সময় ঘটছে অপহরণের ঘটনা।

অপরাধীচক্রের কাছে অসহায় হয়ে পড়েছে দুই শতাধিক শ্রমিক ও বাগানের পার্শ্ববর্তী কাউয়ারখোপ এবং জোয়ারিয়ানালা ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

অপহরণ ঠেকাতে সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় রাবার বাগান ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অপহরণকারী চক্রই আশপাশের লোকালয়ে ডাকাতি, চুরিসহ নানা অপকর্মে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

অপহরণ ঘটনার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের পুলিশ ফোর্স নিয়ে বাগান এলাকায় অভিযান চালান। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয়।

অপহরণের ঘটনায় আর্থিক শঙ্কায় আছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীন ‘রামু রাবার বাগান’। অপহরণ ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় জিডি করেছেন, রাবার বাগান ব্যবস্থাপক নন্দী গোপাল রায়।

রাবার বাগানের শ্রমিক (টেপার) দিদারুল আলম, ছৈয়দ হোছন ও ওয়াচার মো. রাসেল অপহৃত হয়। কৌশলে অপহরণকারি চক্রের কবল থেকে মুক্ত হয়ে ফিরে আসে। অপহৃত রাবার বাগান ওয়াচার মো. রাসেল জানান, তাকে অপহরণ করে পরিবার থেকে তিন লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। কৌশলে অপহরণকারী চক্রের কবল থেকে পালিয়ে এসে অপহরণের ঘটনা রাবার বাগান কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।

অপহরণকারীদের হামলায় সোহেল নামে এক শ্রমিক আহত হয়েছেন জানিয়ে মো. রাসেল বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দেশের বৃহৎ রামু রাবার বাগানকে অপহরণকারীদের আস্তানা হিসেবে ব্যবহার করছে।

অপহরণ আতঙ্কের ঘটনার সত্যতা স্বীকার করে রামু রাবার বাগান ব্যবস্থাপক নন্দী গোপাল রায় জয়নিউজকে বলেন, রাবার কষ সংগ্রহের ভরা মৌসুমে শ্রমিকদের অপহরণ করা হচ্ছে। ১৪ অক্টোবর রাত ২টার দিকে রামু রাবার বাগানের জামতলী এলাকার বাসিন্দা রাবার বাগানের ওয়াচার মো. রাসেলকে দুষ্কৃতিকারীরা গভীর অরণ্যে অপহরণ করে নিয়ে মারধর করে এবং তিন লাখটা মুক্তিপণ দাবি করে। পরদিন ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে মো. রাসেল দুষ্কৃতিকারীর কবল থেকে কৌশলে পালিয়ে আসে। মঙ্গলবার মধ্য রাতে আবারও দুষ্কৃতিকারীরা রাসেলের বাড়িতে হামলা করে। এ সময় স্থানীয় জনতা প্রতিহত করায় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

গোপাল রায় আরও বলেন, পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিকারীরা বাগানের টেপিং কাজে নিয়োজিত স্থানীয় কয়েকজন টেপারকে লাঠি, দা, লোহার রড দিয়ে বেদম মারধর এবং বিভিন্ন হুমকি প্রদর্শন করে। বর্তমানে টেপিং কাজে নিয়োজিত টেপারসহ রাবার বাগান শ্রমিক, কর্মচারীরা চরম আতঙ্কে রয়েছে। টেপাররা ভয়ে টেপিং কাজে যাচ্ছে না। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ‘রামু রাবার বাগান’ আর্থিক ক্ষতি হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জয়নিউজকে বলেন, রাবার বাগানের পাহাড়ে দুষ্কৃতিকারিরা নিরীহ, হতদরিদ্র লোকজনকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের মতো ঘৃণ্য কর্মকাণ্ড চালায়। এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে পুলিশ সজাগ রয়েছে। ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে দুষ্কৃতিকারিদের নির্মূলে আরো বড়ধরনের অভিযান চালানো হবে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জয়নিউজকে বলেন, রামুর রাবার বাগানের অপহরণকারী চক্রের উৎপাত বেড়েছে। প্রায় প্রতিদিনই অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবাগানে। অপহরণকারী চক্রের কারণেই আতঙ্কে টেপাররা (শ্রমিক) যথাসময়ে বাগানে রাবার কষ সংগ্রহে যেতে পারছে না। এতে রাবার কষ সংগ্রহ ব্যাহত হচ্ছে। এ কারণে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি কষ সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানও আর্থিক লোকসানের মুখে পড়বে।

তিনি আরো জানান, রাবার বাগানে অপহরণসহ সকল অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও বাগানের আনসার সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রামুর রাবার বাগানের কষ সংগ্রহে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বদরুদ্দোজা রাবার প্লান্টার্স এন্ড লেবার সাপ্লাইয়ার্সের পরিচালক শহিদুল ইসলাম জয়নিউজকে বলেন, সাম্প্রতিক সময়ে বাগানে অপহরণকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় শ্রমিকরা যথাসময়ে রাবারের কষ সংগ্রহ করতে পারছে না। এমনকি প্রায় সময় আনসার সদস্যদের পাহারায় শ্রমিকরা কষ সংগ্রহ করতে হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে বাগানে রাবার উৎপাদনে ধস নামবে।

জয়নিউজ/খালেদ/বিআর

The post রাবার বাগানে অপহরণ আতঙ্কে শ্রমিকরা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NiqknI

সিনেমার জন্য গান লিখছেন জাফর ইকবাল

https://ift.tt/34gRr9L

জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস নিয়ে নির্মিত ‘দিপু নাম্বার টু’ও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র দু’টি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’  নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা জুয়েল জানালেন, এই চলচ্চিত্রের জন্য দু’টি গানও লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে। অনেকগুলো শিশু শিল্পী প্রয়োজন এই সিনেমার জন্য। থাকবে নায়ক-নায়িকাও। ডিসেম্বরের মধ্যে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে।

জয়নিউজ/পিডি

 

The post সিনেমার জন্য গান লিখছেন জাফর ইকবাল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WkBtbR

সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

https://ift.tt/2MYeVL3

সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক, আমরা আমাদের ক্রিকেটারের পাশেই থাকবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার যে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা বলেন।

‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা তো নির্ভরযোগ্য রিপোর্ট নয়। যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক, আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশে থাকবো। তাকে কিভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে যেহেতু এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠভাবে সমাধান করা যায়, সে বিষয়টিও দেখছি’-বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাকিবের বিতর্কে জড়িয়ে যাওয়া এবং ভারত সফরে না খেললে দলের ওপর কতটা প্রভাব পড়তে পারে সে প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি খেলে বা না খেলে তার ওপর দল ঘোষণার তো একটা ব্যাপার আছে। এর ওপর অনেক কিছু নির্ভর করবে। ঘটনাটা কি এবং কি হতে যাচ্ছে বিষয়টি জানানোর জন্য আমি ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে, আজকের মধ্যেই এ বিষয়টি নিয়ে আইসিসির কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে কি হতে যাচ্ছে।’

ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটি ঘটনা। অনেকে মনে করছেন সাকিবকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। তেমন কি? ক্রীড়া প্রতিমন্ত্রীর জবাব, ‘না। আমার ধারণা ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এ কারণেই যে, অনেক দিন ধরেই নাকি চলছিল বিষয়টি। হয়তো আমাদের খেলোয়াড়রাই বিষয়টি অবগত করেনি। এটা আমাকে ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি আমার একদম অজানা ছিল। পত্রিকা দেখেই এটা আমি জানতে পেরেছি।

জয়নিউজ/পিডি

 

The post সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/331N6ag

খাগড়াছড়ি চাইন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

https://ift.tt/2MTecKY

খাগড়াছড়ির গঞ্জপাড়ায় চাইন্দা বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে। তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে নানা ধর্মীয় এ কঠিন চীবর দানোৎসব পালন করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে চাইন্দা বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা,পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান,হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। বিকেলে অনুষ্ঠানে ধর্মদেশনা দেবেন পানছড়ি অরণ্য কুটির বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ভ্রম দত্ত মহাথের।

সকালে কঠিন চিবরদানোৎসব প্রথম পর্বে উপস্থিত ছিলেন, ভিক্ষু চাইরা মিজু, চাইন্দা বৌদ্ধা বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই মারমা,সাধারণ সম্পাদক মংথুই মারমা প্রমুখ।

জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন,ফুল-ফল পুজা ও প্রার্থনা করে বৌদ্ধ ধর্মাবলম্বিরা ভান্তেকে ছোয়াইং প্রদান করে উৎসব পালনের মধ্য দিয়ে সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে প্রদীপ (ফানুস) উড়ানোর ও হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।

কঠিন চীবর দানোৎসব মুলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধানতম ধর্মীয় মাসোব্যাপী কর্মীয় অনুষ্ঠান। আষাঢ়ি পূর্ণিমার পর দিন থেকে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ওয়া বা বর্ষাব্রত (উপোষ) পালনের ৩ মাস পর হয় প্রবরাণা পূর্ণিমা। তার পর থেকে বিহারে বিহারে শুরু কঠির চীবর দানোৎসব।

২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী ও সেই সুতায় চীবর তৈরী করে সে চিবর ভান্তেদের উদ্দেশ্যে দায়ক-দায়িকারা উৎসর্গ (দান) করেন। এই কঠিন চীবর দানোৎসব মুলত উদ্দেশ্য একটাই বুদ্ধের সন্তুষ্টি অর্জন করা।

জয়নিউজ/জাফর/পিডি

 

The post খাগড়াছড়ি চাইন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NnEAeS

কাপ্তাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

https://ift.tt/eA8V8J

কাপ্তাইয়ে ১৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার(২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. রাসেদ (২৮) ও মো. রবিউল (২০)।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশমবাগান ফরেনার্স চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/লাভলু/পিডি

The post কাপ্তাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/348crze

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ছালাম কেড়ে নিলেন কেন?

https://ift.tt/2qOowet

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হাটহাজারীর সাবেক সংসদ সদস্য এম আবদুল ওহাবের ৮ম মৃত্যুবার্ষিকী আজ (২৯ অক্টোবর)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উত্তর জেলা আওয়ামী লীগ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুঠোফোনে জয়নিউজের কথা হয় এম এ ওহাবের ছেলে জয়নুল আবেদীনের সঙ্গে। এসময় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এখনো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্লট বরাদ্দ বাতিল করার পর আমার পরিবারের পক্ষ থেকে সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এরপর নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সকলে শুধু আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কেড়ে নেওয়ার দৃষ্টতা কিভাবে তারা দেখিয়েছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জয়নুল আবেদীন।

মৃত্যুর আগ পর্যন্ত নির্লোভ এম এ ওহাব সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মানস্বরূপ একটি প্লট বরাদ্দের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নামে প্লট বরাদ্দও দেওয়া হয়েছিল।

কিন্তু বরাদ্দকৃত সেই প্লট পরে কেড়ে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে তাঁর (ওহাব) প্লট বাতিল করেন। বর্তমানে ওই প্লট ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ওহাবের পরিবারের সদস্যরা।

এ নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিলো জয়নিউজের। এরপর টনক নড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানালেও এখনো কোন সুরাহ হয়নি।

জানা যায়, এম আবদুল ওহাব দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও চট্টগ্রাম নগরের কোথাও তাঁর নিজের কোনো প্লট বা ফ্ল্যাট ছিল না। তাই ২০১১ সালের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করেন তিনি।

এ আবেদনের প্রেক্ষিতে একই বছরের ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় সিডিএকে। নির্দেশনা পেয়ে সিডিএ ২০১১ সালের ২২ সেপ্টেম্বর আবদুল ওহাবকে চার কাঠার একটি প্লট বরাদ্দ দেয়। সিডিএ’র ৩৯৬তম সভায় এই প্লট বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।

প্লটের বরাদ্দপত্র পাওয়ার পর কয়েক দফায় লভ্যাংশসহ সিডিএ’র অনুকূলে আবদুল ওহাব ১১ লাখ ৩৪ হাজার টাকা জমা দেন। এরপর তিনি মারা যান। পরে তাঁর স্ত্রী-সন্তানরা ওই প্লট বরাদ্দ পাওয়ার জন্য ২০১৩ সালের ২২ মার্চ সিডিএ চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

আবেদন করার পর সিডিএ ২০১৪ সালের ৩ জুন প্লট বরাদ্দের বিষয়ে একটি চিঠি দেয় আবদুল ওহাবের পরিবারের কাছে। ওই চিঠিতে সিডিএ’র পক্ষ থেকে বলা হয়, সরকারি নীতিমালা পরিপন্থীভাবে ২৭টি প্লট বরাদ্দ দেওয়ায় প্লট বাতিল করা হয়েছে। যার মধ্যে এম আবদুল ওহাবের প্লটও রয়েছে। পরবর্তী সময়ে অন্যান্যদের প্লট ফিরিয়ে দিলেও ওহাব পরিবারকে বিমুখ করে সিডিএ।

প্রসঙ্গত, প্রয়াত এম আবদুল ওহাব মুক্তিযুদ্ধে চট্টগ্রামের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭০ এবং ১৯৭৩ সালে হাটহাজারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন। নির্লোভ ও সৎ হওয়ার কারণে প্রয়াত এ সাংসদ চট্টগ্রামে ‘গরীবের সাংসদ’হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

জয়নিউজ/পিডি

The post প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ছালাম কেড়ে নিলেন কেন? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BPMyrR

সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি

https://ift.tt/2MQXFak

সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেনে আওয়ামী লীগের চট্টগ্রামের ৩ সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা।

বিবৃতিদাতারা হলেন, আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ২৭ অক্টোবর চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সুশৃঙ্খল ৬ (ছয়) সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপিসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ, উত্তর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার তিন হাজার তৃণমূল সংগঠক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, সভার আগে চট্টগ্রাম সার্কিট হাউসে ২৬ অক্টোবর  চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, প্রতিনিধি সভার সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং মঞ্চে আসন গ্রহণ করবেন ঢাকা থেকে আগত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রামের মাননীয় মন্ত্রীবর্গ, ৬ জেলার সংসদ সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ। প্রতিনিধি সভায় কারা কারা বক্তব্য দেবেন সেটাও নির্ধারণ করা হয় এবং সেই মতে সভা পরিচালিত হয়। প্রতিনিধি সভা সম-সাময়িক কালের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হওয়ায় উপস্থিত কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও তৃণমূল নেতৃবৃন্দ সকলেই প্রশংসা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, এই সুন্দর অনুষ্ঠানকে কালিমালিপ্ত করার জন্য কিছু অপরিনামদর্শি ব্যক্তিরা সচেষ্ট রয়েছে। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ঠ করার জন্য এই ধরনের তৎপরতাকে আমরা নিন্দা জানাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে এমনতর সময়ে দলীয় শৃঙ্খলা ও স্বার্থ উদ্ধে রেখে সকলকে কাজ করার জন্য ৩ সাংগঠনিক জেলার নেতারা আহবান জানান।

জয়নিউজ/পিডি

 

The post সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NjQKFI

সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

https://ift.tt/2MSDvwH

সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর)  রাত ২টায়  ছোট কুমিরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ৩ ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার ফাহামিদ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কুমিরা এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী ডাকাত দলের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।  পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল সহ দুটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32US74l

Monday, October 28, 2019

আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা

https://ift.tt/2MT0k3u
বাংলাদেশ ক্রিকেট

কয়েকদিন আগে বেশ কয়েকটা দাবি নিয়ে হঠাৎ আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি।

তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশ্বাস দিয়েছিল, সব কিছুই মেনে নেওয়া হবে।

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিলো বিসিবি। সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি, ভ্রমণ ও দৈনিক ভাতার তালিকা দিয়েছে বোর্ড।

এতে উল্লেখ করা হয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম স্তরে আছেন তাদের আগে ম্যাচপ্রতি ফি ছিল ৩৫ হাজার টাকা। সেটি ৭১ শতাংশ বাড়িয়ে এখন করা হয়েছে ৬০ হাজার টাকা।

দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ। আগে তারা পেতেন ম্যাচপ্রতি ২৫ হাজার টাকা। এখন থেকে পাবেন ৫০ হাজার টাকা।

এছাড়াও ক্রিকেটারদের ভ্রমণে ২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ টাকা ও দৈনিক ভাতা ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করেছে বিসিবি।

জয়নিউজ/এসআই

The post আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WjdcTv

তাহসানের সেঞ্চুরি

https://ift.tt/31S9IIL

 তাহসান রহমান খান। একজন মাল্টিটেলেনটেড প্রফেশনাল ব্যক্তিত্ব। একাধারে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। এছাড়াও তিনি একজন সফল বিশ্ববিদ্যালয় শিক্ষকও। প্রায় দুই দশক ধরে কণ্ঠের যাদু দিয়ে শ্রোতা মাতিয়ে আসছেন তিনি। গানের পাশাপাশি তিনি নাটকে শততম স্থান র্স্পশ করেছেন।

জয়া আহসানের বিপরীতে আপসানা মিমির ‘অপবিট’ ধারাবাহিক নাটক দিয়ে ২০০৪ সাল থেকে শুরু হয় তাহসানের নাটকের পথচলা। চলিত বছরে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘কল্পতরু’ হচ্ছে তাঁর শততম নাটক।

তাহসান জানান, অভিনয়শিল্পী ও পরিচালক আফসানা মিমির কাছে তিনি কৃতজ্ঞ। কারণ, এই নাটকে অভিনয় করতে গিয়ে তিনে আফসানা মিমির কাছ থেকে একটা কৌশল শিখেছিলেন, যা এখনো কাজ করার সময় তাঁর কাজে লাগে।

নাটকে সেঞ্চুরি করার বিষয়টি তাহসান খান তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে জানান,  ‘আমি দেখতাম, ভক্তরা আমার কাছে গানের সংখ্যা হিসাব করে পাঠাত। কিছুদিন আগে এক ভক্ত ৯৭টি  নাটকের একটি তালিকা পাঠায়। এরপর বিষয়টি আমাকে ভাবায়। কাছের পরিচালক ও একজন প্রযোজক শততম নাটক নিয়ে পরিকল্পনা শুরু করলেন। নানা ধাপ পেরিয়ে আমরা কেক কেটে নাটকের শুটিং শুরু করি। আমার ১০০তম নাটক “কল্পতরু” শততম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম। গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে। সেখানে ৭০টি গল্প থেকেই ২৫টি গল্প বাছাই করা হয়, অতপর চূড়ান্তে পৌছায় এই গল্প। পাঠিয়েছেন ফারিয়া কবির আভা। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। আর প্রথম বারের মতো সহশিল্পী শায়লা সাবি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না।’

তাহসান অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্য রয়েছে, তার উল্লেখ যোগ্য নাটক গুলো হলো, মনফড়িং এর গল্প, মনের মত মন, নীল পরী নীলাঞ্জনা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, লাভলেইন, কথাবন্ধু মিথিলা, চিনিগুঁড়া প্রেম, এংরি বার্ডস, তোমায় ভালোবেসে, মিস্টার এন্ড মিসেস, আমার গল্পে তুমি, দূরবীন, বাড়ী ফেরা, বিভেদ, দ্বিতীয় মাত্রা, অন্তগর্তা, পরিনতি, দ্বিতীয় কৈশর, লেডি কিলার,  লেডি কিলার-২, ইত্যাদি।

জয়নিউজ/আরএস/পিডি

 

The post তাহসানের সেঞ্চুরি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/349gqvr

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক

https://ift.tt/2pXyl9A

নগরের স্টেশন রোড এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর)রাত ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, লোহাগাড়ার আধুনগর পাল পাড়ার প্রেমধীর পালের ছেলে সুজন পাল (২৮) ও মৃত বিমল পালের ছেলে শ্যামল পাল (২৬)।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর)দুপুরে নগরের ডিসি হিলে বিপন দাশ (১৬) নামে এক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সুজন ও শ্যামল নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা বিপনের হাতে থাকা মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসা হয়। সেখানে বিপনকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

রোববার সুজন ও শ্যামলকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেন বিপন। এরপর পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, জিজ্ঞাসাবাদে মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। টহল পুলিশ ছিনতাইকারী সুজনের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। আসামিরা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36fkf4i

জনসম্মুখে পেটাল বিবস্ত্র বাবাকে, দুই কন্যার কান্না, ভিডিও ভাইরাল

https://ift.tt/2WkWRxB

ভোলার লালমোহনের ডাওরী বাজারে শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করেন একাধিক মামলার আসামি হাসান। সেই নির্যাতনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে বিভিন্ন মামলার আসামি হাসান একই ইউনিয়নের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জসিমকে জনসম্মুখে উলঙ্গ করে তার দুই শিশু কন্যার সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন হাসান। ওই ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটি প্রকাশ করতে কেউ সাহস পায়নি। রোববার (২৭ অক্টোবর) একটি মামলায় হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেপ্তার করলে ওই নির্যাতনের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে হাত পা বেধে নির্যাতন!!ভোলা জেলার লালমোহন উপজেলাধীন, ডাওরী বাজারে শত শত মানুষ ও দুটি শিশু সন্তানের সামনে উলঙ্গ করে এভাবেই নির্যাতন করে মোটরশ্রমিক জসিমকে।

Posted by বাংলাদেশ on Sunday, October 27, 2019

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে কেন যেন মারছে। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, মামলাও করেনি। রোববার আমরা তাকে অন্য মামলায় গ্রেপ্তার করলে একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়টিও এখন সামনে আসছে, আমরা তা খতিয়ে দেখবো।

জয়নিউজ/পিডি

The post জনসম্মুখে পেটাল বিবস্ত্র বাবাকে, দুই কন্যার কান্না, ভিডিও ভাইরাল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32TnVGK

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত

https://ift.tt/2os2MEA

সীতাকুণ্ড থানার কালুশাহ মাজার এলাকায় নিয়ন্ত্রণহীন লরির আঘাতে মো. আজম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টায় কালুশাহ মাজার গেইট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম কালুশাহ পশ্চিম মালিপাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র।

স্থানীয় যুবক মো. বখতিয়ার জয়নিউজকে বলেন, আজম কালুশাহ সড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে মাজারের দানবক্সের জন্য টাকা তুলতো।  প্রতিদিনের মত সে রোববার রাতে দায়িত্বপালন করছিল যাত্রী ছাউনীতে বসে।  রাত সাড়ে তিনটার দিকে বিএসআরএম এর একটি লরি হঠাৎ ব্রিজের যাত্রী ছাউনির উপর উঠে যায়। তখন  লরিটি যাত্রী ছাউনি সহ ভেঙ্গে আজমকেসহ নিয়ে ব্রিজের নিচে পরে যায়। পরে আমরা আজমকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন,  দুর্ঘটনার পর ড্রাইভার লরি রেখে আহত অবস্থায় পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক)  পুলিশ ফাঁডির ইনচার্জ জহিরুল ইসলাম জয়নিউজকে বলেন, কালুশাহ এলাকায় লরি চাপায় গুরতর আহত আজম (৩৩) নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31PiuqL

রান্নাঘরেই পড়ে ছিল ২২৫ কোটি টাকার সম্পদ

https://ift.tt/2Po05ir

ছোট্ট একটি চিত্রকর্ম। আকার মাত্র ২০ সেন্টিমিটার বাই ২৬ সেন্টিমিটার। দীর্ঘদিন ধরে ঝুলে ছিল ৯০ বছর বয়সী এক বৃদ্ধার রান্নাঘরে। আর ক্রিস্ট মকড নামের ওই চিত্রকর্মটি বিক্রি হয়েছে ২৪ মিলিয়ন ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ২২৫ কোটি ৭৭ লাখ টাকা। নিলামে এক ক্রেতা অবিশ্বাস্য এই দামে কিনেছেন চিত্রকর্মটি।

যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড দামে বিক্রি হওয়া চিত্রকর্মটি ইতালির বিখ্যাত চিত্রশিল্পী শিমাব্যুর আঁকা। ফ্রান্সের অতিশয় এক বৃদ্ধা তার বাসা পরিবর্তন করার সময় চলতি বছরের জুনে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে চিত্রকর্মটি শনাক্ত করেন এক নিলামকারী। তিনিই চিত্রকর্মটি বিশেষজ্ঞদের দেখাতে বলেন। রান্নাঘরে ঠিক চুলার ওপরে দশকের পর দশক ধরে ঝুলে ছিল ক্রিস্ট মকড। তবে ওই বৃদ্ধা বুঝতেই পারেননি যে, সামান্য এই চিত্রকর্মটির দাম এত হবে। তিনি ভেবেছিলেন যিশু খ্রিস্টকে নিয়ে আঁকা এই চিত্রকর্মটি একটি ধর্মীয় বিষয়মাত্র।

ধারণা করা হয়েছিল, চিত্রকর্মটি বড় জোর ৪-৬ মিলিয়ন ইউরোতে বিক্রি হতে পারে এটি। তবে সবার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে রেকর্ড দামে চিত্রকর্মটি কিনে নেন এক ব্যক্তি। নিলামে অংশ নেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এক বিদেশি জাদুঘরও ছিল।

ইতালির ফ্লোরেন্সে জন্ম নেয়া শিমাব্যুর আরও দুটি চিত্রকর্ম নিউইয়র্কের ফ্রিক কালেকশন ও লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে রয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, এর আগে মধ্যযুগের কোনো চিত্রকর্ম এত দামে বিক্রি হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, যিশু ক্রিস্টকে নিয়ে আঁকা এই চিত্রকর্মটি ১২৮০ সালের দিকে আঁকা হয়ে থাকবে।

জয়নিউজ/পিডি

The post রান্নাঘরেই পড়ে ছিল ২২৫ কোটি টাকার সম্পদ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PrfIpg

সাতসকালে শিশিরের খেলা

https://ift.tt/2NfKmiN

ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এ দেশে শীতের আমেজটাই আলাদা। বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়েই আসে শীত। পৌষ-মাঘ শীতকাল হলেও এবার মধ্য-কার্তিকেই সাতসকালে অনুভূত হচ্ছে শীত।

সকালে সাদা কুয়াশার ভেলা, ধানের শীষে শিশিরের খেলা- সবকিছুই যেন জানান দিচ্ছে আসছে শীত।

শিশিরভেজা ধানগাছের ছবিগুলো ২৬ অক্টোবর সকালে নগরের হালিশহর থেকে তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post সাতসকালে শিশিরের খেলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Ps9hlN

Sunday, October 27, 2019

বুয়েটে প্রথম হয়েছেন আবরার

https://ift.tt/2MPq54m
বুয়েটে ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে প্রথম হয়েছেন কাজী আবরার মাহমুদ নামে এক শিক্ষার্থী।

এর আগে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্রের নামও ছিল আবরার।

জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী আবরার স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে পরীক্ষায় অংশ নেওয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

জয়নিউজ/এসআই

The post বুয়েটে প্রথম হয়েছেন আবরার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pSfJIe

আসাদগঞ্জে ভবনে আগুন

https://ift.tt/2okZPp9

নগরের আসাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ আক্টোবর) দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, দুপুরে একটার দিকে ৫তলা ভবনের ৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪টি গাড়ি আঘঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post আসাদগঞ্জে ভবনে আগুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36bncTm

জেলা প্রশাসকের বিরুদ্ধে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

https://ift.tt/2Potp8C

খাগড়াছড়িতে বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শাপলা চত্বরে খাগড়াছড়ি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন কায়েশে সঞ্চালনায় ও সভাপতি আসাদুল্লাহ আসাদ’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জি. মো. আব্দুল মজিদ। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ।

এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রাষ্ট্রের একজন প্রশাসনিক প্রতিনিধি। কিন্তু যারা এই পার্বত্য অঞ্চলকে সবসময় অশান্ত রাখতে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের সাথে হাত মিলিয়ে খাগড়াছড়িতে অস্থির পরিবেশ সৃষ্টি করতে স্থায়ী সনদ প্রদান কার্যক্রম বন্ধ রেখেছেন। সেইসঙ্গে বাঙালি ক্রেতাদের ভূমি ক্রয়ের বিষয়টিকে জটিল করেছেন। যার জন্য হয়রানির স্বীকার হচ্ছেন নিরীহ বাঙালিরা।

এসময় অবিলম্বে এ সকল জটিলতা নিরসন করা না হলে পার্বত্য অঞ্চলের বাঙালিদের নিয়ে আগামী ৩১অক্টোবর (বৃহস্পতিবার) খাগড়াছড়ি ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এর আগে রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে।

জয়নিউজ/জাফর/পিডি

The post জেলা প্রশাসকের বিরুদ্ধে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MOYY9Q

শুদ্ধি অভিযানে বিএনপিও বাদ যাবে না: ওবায়দুল কাদের

https://ift.tt/31SN5no

বসন্তের কোকিলদের দলে না ভিড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মৌসুম শেষে তারা চলে যাবে। হাজার ভোল্টের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নগরের দি কিং অব চিটাগাংয়ে এ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মানুষের ভালোবাসা হারিয়ে ফেললে আওয়ামীলীগ আর বেঁচে থাকবে না। বঙ্গুবন্ধ নেই কিন্তু আওয়ামীলীগ আছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। দেশের উন্নয়ন অর্জনে ভূমিকা পালন করছে আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন পরবর্তী প্রজন্ম নিয়ে। যেই দেশ ছিলো ভিক্ষুকের দেশ সেই দেশ এখন এশিয়ার সবার শীর্ষে। ভারতসহ আশে পাশের অনেক দেশকে পিছিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সব কিছু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কৃতিত্ব।

শেখ হাসিনার সৎ সাহস আছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭৫ পরবর্তী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনা। তিনি দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। অপরাধী যেই হোক না কেন কাউকেই তিনি ছাড় দিচ্ছেন না। নিজের দলকেও ছাড়েননি। আমরা লোক দেখানো বিচার করছি না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থনে আছেন। শুধু আওয়ামী লীগ না বিএমপি নেতাদের অবৈধ সম্পত্তি ও অর্জনের খবর দেওয়া হচ্ছে। সময় হলে ব্যবস্থা নেওয়া হবে। সব অপরাধী ধরা পরবে। অপরাধ যারা করেন সাবধান হয়ে যান। শেখ হাসিনার একশন ডাইরেক্ট একশন।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য দীপংকর তালুকদার এমপি এবং নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জয়নিউজ/হিমেল

The post শুদ্ধি অভিযানে বিএনপিও বাদ যাবে না: ওবায়দুল কাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p7MyRu