Tuesday, February 08, 2011

পেন ড্রাইভ থেকে Vista, Server, Win 7 ইনস্টল করুন..

এমন অনেক সময় হয় আমাদের সাথে, একটি সিডি/ডিভিডি কিছু দিন পরই আর কাজ করে না। আবার নতুন ডিভিডি কিনতে দৌড়া দৌড়ি করতে হয় তাই না? একবার ভাবুন কেমন হবে যদি ডিভিডি আর না কিনতে হয়? অনেক জস হবে তাই না? আজকে এমন আকটি পোর্টেবল টুল নিয়ে এসেছি যা সাইজে খুব ই ছটো কিন্তু কাজ করে বিশাল। এই সোফট দিয়ে আপনে বটেবল পেন ড্রাইভ বানিয়ে ইউন্ডস ইনস্টল করে নিতে পারবেন।










যা কিছু লাগবে
১। A USB Drive (4 GB or more)
২। Windows Vista, Server 2008 or 7 ISO image or DVD
৩। Host OS: Windows Vista (SP1 or SP2), Server 2008 or 7

কিভাবে করতে হবে দেখুন
১। Check USB drive (পেন ড্রাইব চেক করতে এখানে ক্লিক করুন)
২। Format USB drive (পেন ড্রাইভ ফরমেট করে নিলে ভালো হবে তাই এখানে ক্লিক করুন)
৩। Choose DVD or ISO image (ইমেজ করা আই,এস,ও ফাইলটা সিলেক্ট করুন অথবা আপনার কাছে ডিভিডি থাকলে সেটা সিলেক্ট করুন)
৪। Start the process to create bootable USB drive
হয়ে গেছে। এখন আপনে পেন ড্রাইভ থেকে বুক করে ইনস্টল করুন।


  




0 comments :

Post a Comment