Monday, February 07, 2011

পেন ড্রাইভ কে RAM হিসাবে ইউস করার সফট ..

আজকে একটি ছোট সফট কিন্তু অনেক কাজের জিনিস শেয়ার করবো। এটা দিয়ে পেন ড্রাইভ কে র‍্যাম হিসাবে ব্যাবহার করতে পারবেন।
কাজটা আরেকভাবে করা যায় সফট ছারা সেটাও দেখাবো। আপনার পিসি তে যদি র‍্যাম কম থাকে তাহলে এখুনি এই ছোট ৫মেগা সফট টা ডাউনলোড মারেন আর স্পিড আপ করুন পিসির। এটা ইউস করলে আপনারা পাবেন। -
-Memory caching (if you have plenty of RAM installed);
-Exclude list (the most requested feature);
-Power saving mode;
-More than 4GB cache file size (on NTFS file system only);
-One flash drive use on different computers;
-Unlimited number of files in cache;
-Build cache process improvement (including initial statistics used from XP prefetch information);
-Load balancing mechanism improvements;
-And many small fixes and enhancements;

সফট ছারা এভাবে করুন (তবে আমি বলবো সফট ইউস করতে নয়ত পেন ড্রাইভের খতি হবে)

system properties > advanced > performance থেকে settings > advanced > change > উপরের লিস্ট থেকে পেন ড্রাইভে টি সিলেক্ট করে কাস্টম সাইজ দিন ৩৯৯৯ তার পর set এ ক্লিক করে ওকে ওকে দিবে বের হয়ে আসুন। মনে রাখবেন আপনার পেন ড্রাইভ ৪গিবি হতে হবে

সফট দিয়ে এভাবে করুন

add এ ক্লিক করে পেন ড্রাইভ সিলেক্ট করে ” build cache now ” এ ক্লিক করুন কাজ শুরু হয়ে যাবে।

0 comments :

Post a Comment