Friday, January 28, 2011

অপ্রয়োজনীয় ফাইল মুছুন সহজেই.........


নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়আমরা সাধারণত রান কমান্ড থেকে এসব ফাইল মুছে থাকিসিস্টেম পিউরিফিকেশন টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এক ক্লিকেই.... সকল অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেনমাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে ইনস্টলের ঝামেলা নেইসফটওয়্যারটি http://mediafire.com/?74zpgcbpmj4w4it ঠিকানা থেকে নামিয়ে নিনএরপর জিপ ফাইলটি ওপেন করুনএখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all বক্সে টিকচিহ্ন দিনএরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে, তার তালিকা দেখা যাবে
খালেদ মাহমুদ খান

0 comments :

Post a Comment