Thursday, January 27, 2011

আপনার মুঠোফোনটি কি অরজিনাল? শিখুন যেভাবে চেক করবেন।


আপনার মুঠোফোনটি অরজিনাল কিনা তা নিয়ে চিন্তিত?
জানতে চান আপনার মুঠোফোনের বৃত্তান্ত?
এই পোস্টটি পড়ার পর আপনি জেনে যাবেন আপনার মুঠোফোনের প্রস্তুত সংক্রান্ত সকল তথ্যআসুন প্রসেসটা দেথি-

১. প্রথমে ইন্টারন্যাশনাল নাম্বারিং প্লানের এই ওয়েবসাইটে প্রবেশ করুন
২. আপনার মোইলে *#06# প্রেস করে IMEI নম্বরটি বের করুন

৩. ওয়েবসাইটের Enter IMEI number below তে আপনার IMEI টি প্রবেশ করিয়ে Analyse এ ক্লিক করুন

৪. দেখুন আপনার হ্যান্ডসেটের মডেল, কবে প্রস্তুত হয়েছিল, বৈধতা সংক্রান্ত, ও অনুমোদন সংক্রান্ত সকল তথ্য দেখা যাচ্ছে!
ভালো থাকুনসুস্থ থাকুনহ্যাপি মোবাইলিং

0 comments :

Post a Comment