Friday, September 06, 2019

রোহিঙ্গাদের মিয়ানমারে না ফিরতে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে উস্কানির অভিযোগ ...

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে দেশি-বিদেশি শতাধিক সংস্থা। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যেতে অনেক সংস্থার বিরুদ্ধেই উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় অভিযুক্তরা।







মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ১৯৭৮ সালের পর থেকেই বিভিন্ন ধাপে বাংলাদেশে আসে রোহিঙ্গারা। নির্যাতনের মাত্রা তীব্র হলে ২০১৭ সালেই প্রবেশ করে সাত লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার এলাকাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। ফেরত পাঠানোর দুই বারের পদক্ষেপও ভেস্তে গেছে।



#রোহিঙ্গা #উস্কানির_অভিযোগ #BD_CRIME_NEWS



রোহিঙ্গা নিউজ,

রোহিঙ্গা,

উস্কানির অভিযোগ,

রোহিঙ্গা ক্রাইসিস,

রোহিঙ্গা সংবাদ,

latest bangla news,

coxsbazar news

0 comments :

Post a Comment