চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার | BD Crime 2019
রাজধানীর শ্যামলীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে।
ওই চাকরিপ্রার্থীকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ব্যস্ততম মহানগরীর শ্যামলীর ৩ নম্বর সড়কের একটি অফিসে চাকরির সাক্ষাৎকারে গিয়েছিলেন উচ্চশিক্ষিত তরুণী।
এ সময় ইন্টারভিউ বোর্ডে কোকের সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে ৩/৪ জন মিলে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ।
এ দিন গভীর রাতে এমন অভিযোগ নিয়ে তরুণী তাঁর ভার্সিটির বন্ধুদের সঙ্গে ছুটে যান শেরে-বাংলা নগর থানায়। তখন গভীর রাত। পুলিশ তাদের নিয়ে অভিযানে নামে।
শ্যামলীর যে বাড়িটিতে ঘটনা, সেখানে অবশ্য কোনও প্রতিষ্ঠানের সাইনবোর্ড নেই।
পুলিশ জানিয়েছেন, তারা অভিযোগ পেয়ে তরুণীকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে মেলেনি।
তবে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
-------------------- -------------------- ---------------
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার,
BD Crime 2019 ,
চাকরি ইন্টারভিউ ,
গণধর্ষণের শিকার ,
Bangladeshi TV News,
Friday, August 30, 2019
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার | BD Crime 2019
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment